দূরের আকাশ নীল,
মাঝে সাঝে অন্য খেলায় লাল ;
সবুজ দ্যাখে মাঠে চড়া গরু ।
অভাববোধের পাঠে,
সাশ্রয়ে সরু কঞ্চি বেড়া
বেড়ে ওঠা লতা,
ভাবে মহান তরু ।
কাঁচা পাকা মেঘের আড়াল
ভোর দিগন্তে,
মায়াবী রোদের ছটা ;
অশালীন কচুরিপানা
কামুক দোলায় দোল ।
অনুলেখ গোছা চুলে
বিশাল বিনুনি ;
ছিনিয়ে নিয়ে বিক্ষিপ্ত সাতরঙা যাদু -
গরম চায়ের পেয়ালা,
রাসায়নিক গোল ।