(প্রেক্ষিত নরকাসুর উৎসব)
আকারেই অদ্ভুত !
না মানুষ না ভূত,
বিশেষণে রাজপুত সেদিনের ;
পাশে বসে কথা বলেছিল ।
নির্জীব শিথিলতা জট বাঁধা জটিলতা -
জর্জর ধার-দেনা মিছিলে ।
'অভাব' এ-মুখ, সে-মুখ
সাধারণ কথা- অতি ছোটো ;
ছাতু খাওয়া শেষ হ'লে
দাঁড়ে টিয়া চাটে নিজ ঠোঁটও ।
গতকাল দেনা শোধ
অভাবের লেন দেন
আজ আর নেই দায় কিছুতে ।
তবু বাঁধি হররোজ
চেনা লগি আঁকশিটা
জ্যামিতিক রৈখিক ভঙ্গিতে ।
দেয় না ফিরে পেতে
জমা রাখা সেই ধন ;
রাজপুত শাসকের পাশে বসে, ক্ষনিকের কথাকলি ।
আহামরি দুর্মতি…..
কিম্ভূতকিমাকার প্রীতি ।
'রাজপুত' - বিশেষ অর্থে 'বিষ্ণু'