ধুলোবালি মিলেমিশে ওই আকাশে
চলছে রঙের খেলা, সাঁঝবেলা
দেখলাম ।
একের ওপরে এক সারিবেঁধে
খোলা বাতায়নে ছিল যতটা নজর ;
গন্ধটা সোঁদা সোঁদা, মনোলোভা ভেবে
হতে পারে রক্তভেজা পুরনো নগর,
ভাবলাম -
ছিল তার সোজা পথ, সরলরেখা
অন্য ঘরে জল্পনায় যারা,
আঘাতের চোরাপথে বয়েছে রক্তধারা
নগরের ইট-বালি ছুঁয়ে ;
দেওয়ালে বিষণ্ণ ছায়া দিন আলো হলে ম্রিয়মান,
ছিল এক রগুড়ে কলরব
স্থির চোখ পর্দায় শব…
আঁকলাম ।
ভেসে আসে সেতারের করুণ ঝংকার
শোনে মন বুকের মোচড়ে,
শরীর করেছে ঢাল
রাক্ষুসে মাকড়সার জাল
বিদ্রূপ দেয়ালের কোণে ;
উদ্বেগ, উৎকণ্ঠা সেতারের মূর্ছনা
কেঁপে ওঠে নিরীহের মৃত্যু ।
সাগর সাজানো ঢেউ বুদ্বুদ বিন্দুর
হতে পারে এমনও তো…
জানলাম ।
আবছা আঁধারে বসে আমি একেলা…
হাঁটলাম ।