ক্যাচোড় কোচোড় গর্জিত প্রাণ
মর্চে ধরা কব্জা
জোয়ার ভাটার মিলন জালে
সিক্ত বসন গামছা ।
ঝলসানো ঠোঁট, সুঠাম গঠন
মাঝবয়েসী ক্যামেল -
কালোমাছির উদ্বেগী ভিড়
কুলুর পক্ক আপেল ।
কাপড়জামার নিক্তি ভাঁজে
ন্যাপথালিন গুলি
উষ্ণ আবেগ দোদুল টবে
ক্যারেণ্ডুলা-লিলি ।
যত্ন-চাছা কড়ে আঙুলের
বছর দুয়ের নখ
কোদাল স্নেহে ওলোট-পালোট
মাটির মলিন রোখ ।
ক্লান্ত শীতে চড়াই ঠোঁটে
শিথিল গঞ্জনা
সিঞ্চিত মেঘ রামায়ণের
সখেদ জল্পনা ।
গাঁদা ফুলের ছেঁড়া পাপড়ি
স্বাগতমের ফুল
গন্ধ যোগে ফোয়ারা স্প্রে
আদি যোগীর হুল ।
কুকুর বেড়াল সুর তুলেছে
রবের রকমফের -
রাবণ রাজার রথের চাকার
ঝন্ঝনির জের ।
বিঃদ্রঃ – এপার বাংলার মানবিক কবি শ্রীজাতের প্রতি অভব্য আচরণে আমরা লজ্জিত ।