উড়ো চুলে গন্ধ শুঁকে
পলাশ পাগলামো ;
বুক খোলা পাঞ্জাবীর
লাজুক ছ্যাবলামো ।
আলতা ঢাকা বেত্তমেজি
ফাটা গোড়ালি ;
‘মিনু’ ডাকে সাড়া দেওয়া
ভণ্ড মিতালি ।
দেহ নিয়ে খেলা ছিল
ছেঁড়া অন্তর্বাস ;
শামুক খোলে লুকিয়ে মুখ
বকুল সহবাস ।
বাঁধ দিয়ে গল্প ছলে
প্রলেপ কর্ষণে ;
ফুলদানি কেঁপেছিল
মিথ্যে আলাপনে ।
টগবগে কুঁড়ি থেকে
ভোরের কলকে রূপ ;
ন্যাড়াপোড়ায় আমি-তুমি
সমাজ জ্বালায় ধুপ ।
চিড় ধরা হাড়ে মেদ
পিচকারি কাহার ;
ভাটার টানে রঙ্গিন চোলি
সারিগানে সেতার ।
অজ্ঞানের জ্ঞান গরিমা
স্বপ্ন বিকার বড় ;
উটপাখীর মেঘলা আকাশ
ছাদ হয় না কারো ।