শেষ পর্ব – ৩
হয়েছি শান্ত এবার ধ্যান তো
শারদীয়া “দেশ” বাগিয়ে -
এলিয়ে শরীর বালিশে কনুই
চোখ ওঠে মোর শানিয়ে ।
বাবা কি গল্প ! পড়েছি অল্প
অতি ছোট ছোট হরফে ;
শরতের দিন হয়ে এলো শেষ
মিঠে কড়া রোদ সড়কে ।
গিয়েছে বার্তা টাকার চাহিদা
জোর নেই তাই লেখনীর ;
পুরুষ মন্দ যৌন গন্ধ
মন জয় করে গৃহিনীর ।
হায় কি ভাগ্য মহানপুরুষ -
স্টাইল বদল কলমে ;
অসভ্যতার আধুনিকতায় -
এ কোন সমাজ জনমে ।
ধিক্ শতধিক্ মান সম্মান
সময় হচ্ছে নষ্ট !
লেখার চেয়েও পড়ছে যারা
তারাই পাচ্ছে কষ্ট ।
জনমের সাধ, আহ্লাদে আট -
দুখের সীমানা পেরিয়ে ;
নড়ে কচিপাতা ফুরফুরে হাওয়া
দুরন্ত মন ছাপিয়ে ।
ভাবনার ঘুড়ি আল্গা লাটাই
লাটেতে পাগল আকাশে -
নয় সন্ত্রাস ! সকালের বাস (Bus)
হার মেনে তব সকাশে ।