পর্ব – ২
টবে ঢালা জল উপচিয়ে মাটি
বারান্দা কাদাময় ;
বিগুণে দ্বিগুণে বাড়িল কম্ম
নিদারুণ অসহায় ।
হেন কাজ নেই আমার অজানা,
সহজে হই না কাৎ -
পরিমাণমত চাল ধুয়ে নিতে
বসিয়ে দিলাম ভাত ।
পেয়েছি সময় পৌনে ঘণ্টা
ভাবি বসে আগে পিছে ;
চেয়ারটা টেনে পা দুটি সটান
ঠিক ফ্যান্-টার নীচে ।
আবেশে বিবশে মনের হরষে
চোখ হয়ে যায় ভারী -
...মিটিং মিছিল ভরা বাতুলতা
লোভাতুর মাথা সারি ।
এরা সব কারা নতজানু মাথা
চাইছে ভিক্ষা ক্ষমা ;
ক্ষোভ যাহা আছে
দূর করে দাও -
না রাখিও মিছে জমা......।
স্তাবকের স্তুতি আঘ্রাণে নেশা
অধীর করেছে পরাণ ;
সুখের দিনের স্বপ্নে মাতাল
ভুলে যায় বলিদান ।
স্বার্থপরের জামা পরিধানে
আনন্দে নাচে ধিন্-তা
বদলায় রঙ নুনের যোগাড়ে
সংকুলানে পান্তা ।
গলে মালা দিয়ে, মুঠি হাত ছুঁড়ে
সকলে বলিল ধন্য ;
সজল নয়নে গরবিনী হাসি
পুরিল বিরাট শূন্য ।
মৌমাছি হয়ে ফুলবনে উড়ে
যবে নিতে যাই ঘ্রাণ ;
ভাবি কলিকাল, ফুলেতে ভেজাল
নিমেষেই ম্রিয়মান ।
ফুলের সুবাস ঘ্রাণে মত্ততা
মধুময় সম্বরা ;
আজ প্রদূষণ শহরে ভীষণ
ছড়িয়ে বিশ্ব জোড়া ।
কী বাজে গন্ধ !
সাথে চোখ জ্বালা -
ভাত পুড়েছে হিটারে ;
চিন্তন জাল অতি মনোরম
বেহিসেবি হল মিটারে ।
বেলা কত হল
বলতে পারি না,
ক্ষিদেটা উঠেছে চাগিয়ে ;
ব্যাঞ্জনাদির নেই প্রয়োজন
ডিম আলু মাখি ফুটিয়ে ।