সাক্ষাৎ -
মন্দাকিনির মন্দগতি হাওয়া -
‘চোরাবারি’র বরফ গ’লে জল ;
সদ্য ফোটা ডালিম ফুলের তেজ,
রবির কিরণ লজ্জা ঢাকে
গিংকো (Ginkgo) গাছের সাজে ।
আলাপন -
চলছি বেয়ে লগি ছোঁওয়া
কাদা মাটির সে-তার -
বিনিদ্র রাত নাম খুঁজছে
কচি ডুমুর পাতার ।
ভালবাসা -
বীণাপানির পা ছোঁওয়া ফুল
হলদে রেণু মেখে ;
বইয়ের ভাঁজে রঙের প্রলেপ
প্রজাপতির চোখে ।
ভয় -
মাঝগাঙে বক সকাল-সাঁঝে
অঘটনের পীড়ি,
মনের আলাপ অকাল বোধন
শিখরী ফুলঝুড়ি ।
সমাজ -
উল্টো স্রোতে ভারত কথায়
সঞ্জয়-বিদুর ;
চক্রী ধাঁধার গঞ্জনা গান
তর্কে বহুদূর ।
নাছোড়বান্দা –
উই পোকা জমিয়ে মাটি
ঢিপির পাহাড় গড়ে ;
বেলুগার (Beluga – a whale) শিকার মোহে
উরাল (Ural) নদীর চরে ।