ঘাড় ফিরিয়ে দলছুটের
লাল দোপাটি ফুল,
রাস্তা কেটে কালো বেড়াল
চালের অংকে ভুল ।
রবির কিরণ চন্দ্রালোকে
সুপ্ত গরিমায়,
অন্ধ-গলির বন্ধ্যা ঘরে
স্বপ্ন আঙিনায় ।
রক্তজবা বনমালির
ফোকলা দাঁতের ফাঁকে -
ঝাপটা হাওয়ার ঘ্যান-ঘ্যানানি
শাপলা দলের ঝাঁকে ।
বৃদ্ধ মাঝি জাল বুনছে
নক্সিকাঁথার মাঠে,
অসম্ভবের লগ্নি মেপে
মিলন মেলার হাটে ।
তালপাতার আলতো হাওয়া
সুড়সুড়ানি বুক -
আধ গলা জল শীত পকুরে
ভেবেই চরম সুখ !
শাড়ির ঘেরে ফাঁকে ছায়া
অবহেলার চটি
কাটায় শুধু পথের মায়া
জল ভরে না ঘটি ।
হাতি নিয়ে মাতামাতি
রিং-লিং এর শেষ,
কেনেথ* বোঝে জন্তু জগৎ
অর্বাচীনের দেশ ।
কাকাতুয়ার বায়না বুলি
ময়না ধরে গান -
চীন, জাপান, কোরিয়ার
আত্মাহুতি দান ।
আছি বেঁচে থাকব বেঁচে
যাদু খেলায় মেতে
অবলীলায় দিন কেটে যায়
বামুন বিনা পৈতে ।
*NOTE: - A message from Kenneth Feld, chairman and CEO of Feld Entertainment, the producer of Ringling Bros. and Barnum & Bailey®
After much evaluation and deliberation, my family and I made the difficult business decision that I will hold its final performances in May of this year.