ছোট বইয়ের গ্লসি কভার
ফ্যানের হাওয়ায় নাচে ,
ফুস্কুরি মুক্তমণি
তেজ-দীপ্ত সাজে ।
জানলা ভেঙে দিনের আলো নির্মল হৈ চৈ ;
মন কেমনের দিনগুলো সব ঝড়ো হাওয়ার খৈ ।
সম মাপে নিখুঁত আবেগ
জড়িয়ে মৌমাছি ,
কাঁপিয়ে হাওয়া মৃদু জেদে
ভুলের ব্যাঙাচি ।
তেলতেলা স্ফীত গালে এস্ পি এফ্ গ্লো ;
ডগ্মগানো ভিমরুলের অভিমানী গোঁ ।
উচ্ছ্বসিত কুঞ্জবনে
দীর্ঘায়িত ঘাস ,
নিবারিণী গড়গড়ানি
মায়া-মোহ শ্বাস ।
নিউক্লীয়ার বাজীর গন্ধ ছেঁড়া কলার পাত ;
উপাসনার চরস গাঁজা কালীপুজোর রাত ।
ভিজে যাওয়া পচা খড়
কম্পোসিট সার ,
আঁষটে আকাশ রিণিঝিনি
করুণ-রসে তার ।
চাপাজালের পাতা ফাঁদ স্রোতের প্রতিকুলে ;
আঁটোসাটো ক্রিশান্থিমাম্ বেমানান ঝিলে ।
আড়মোড়া পেঁচার ধাঁচা
শীতের কুজ্ঝ্বটিকা ,
বাজপাখি চোখে ছাঁটা
এলোমেলো শাখা ।
মুক্তাঙ্গন বিশ্ববাজার বৃত্তে ঘোরাঘুরি ;
সামিয়ানা ছত্রছায়া বিষ্কম্ভক নারী ।
বিদ্বেষ্টা জলকেলি কোভালাম্ বিচ !
টি-টোয়েন্টি ফেস্টিভিটি মানানসই পিচ .........