পকেটেভরা গুচ্ছ বেলী শুদ্ধ আবর্জনা ,
ভালোবাসার আশা-স্বপ্ন দুপুর কয়েদ-বেল ।
শীত বেগুনের আঁধার ঘন রূপ উন্মাদনা ;
শরত আকাশ বিবর্ধনে চিল-শকুনের মেল ।
অচ্ছেদ্যা সবুজ ঘাসে পা মেলিয়ে বসে -
চৌরঙ্গী, চাঁদিয়াল আবর্তিত ভাষায় ;
বাজি ধরে অঙ্ক মেলায় গোলমেলি দরবেশে,
ঘাস ফড়িং, ইচ্ছে বসার, কুঁড়ি ডালিয়ায় ।
গ্রাম-গ্রামান্ত শহর প্রান্ত খাল-বিল পাহাড় ;
ঝলমলে আকাশটা ঝোলা ব্যাগে ভরে ।
পায়ে পায়ে পেরিয়ে আসা সপ্তসুরের বাহার -
ছলাকলায় ভরা সাগর নিঝুম অতল জলে ।
ঝরা শিউলি কাশ ফুলের রেণু মাখে গায় ।
চিকচিকে লাজুক রোদ দোদুল পর্দায় ।।
সৌজন্য – শিল্প সংঘাত ।