পরী বন্ধু চপিসারে এলো,
বশীকরণ কবচ গেঁথে গলায়.........
ভালবাসার ‘সেল্ফি ফ্রেমে’ রাত পোহালো ;
‘ইমেজ’ আর আমি - বন্ধু জোড়ালো ।
বলেছিলে, “কিনতে চাও পাহাড় -
বিনিময়ে দিয়ে দেবে তোমার সাধের নদী” ।
বর্ণ রঙ্গিন প্রজাপতি, কুসুমিত প্রাণ ;
ঊষালোকে কমনীয় কুঁড়ি ।
গোপন ভাঁজে আজ-ই
মনের ইচ্ছে মেলে ধরতে রাজী,
উড়ে ঘুরে আদর-ভরা সময় হয় চুরি ।
পাহাড় সেজে বসে থাকা
ধৈর্য্যহারা প্রাণ........
সবাই বলে ‘এ বাজার নয়
অন্য বাজার যান’ ।
জমিয়ে রাখা ঝরে পড়া বন্দী পাখির পালক,
আহ্লাদী তুমি, মোহিত চুপিসারে ;
অগোছালো সুপ্ত আশা
আনন্দ ফড়-ফড়ি ।
সাথে আমার রাস্তা নেই
অন্ধ গলির বাঁধন নেই
সজনে শাখায় শালিখ নেই
বাজার ফেরত্ থলির মাছের -
রক্ত শোঁকা কুকুর নেই ;
বৃষ্টি ভেজা বনফুলে
ছেলেবেলার গন্ধ নেই ।
ওরে, আমার আগ্রাসী ক্ষিদে;
বলতে পার -
পাহাড় নিয়ে এখন কী করি !