রাতের দেওয়াল নড়ে চড়ে,  
দিনের দেওয়াল শালীনতার মোড়ক ;
কানভাঙানি ঢেঁকি গাইতো গান -
অপবাদের বেগুনি রঙ
চুরি করা গোলাপ ।  

পলাশ রঙে আলগা বুকের পাঁজড় -  
রাতের প্রহর টেনে হত বড় ।  
আত্মাপাখি ময়না,  
হলুদ ঠোঁটে খাদ-নিখাদে
টপ্পাবাজি কথা –
শিখে আসা বুলি ।  
মাকড়সার জালে -  
সাতসাগরের সাতকাহনের সেতু ;  
ছেলেবেলার ঘুমপাড়ানি গাথা  
আদুরে সুর মায়ের গীতাঞ্জলি ।  

মেঘলা আকাশ, ভোকাট্টা ঘুড়ি  
উদ্বাস্তু দুটো মনের শালিক -
চন্দ্রালোকে, আতপচানে ভেজে
অচেনা সব গ্রহ তারার মালিক ।    

বাদল ধারা শেষে,
দিগন্তে কমলা রোদে ভয় ;    
তাপ-উত্তাপ বৃহস্পতির দায় ।    
কেকা রবে রঙ্গিন পেখম ছটা -  
পক্ষিরাজে হারিয়ে যাওয়া  
সবুজ-চেতার তেষ্টা ।

মন চাইছে ছুঁয়ে দেখতে
ভেসে আসা ভেলা ;
মাছ দরিয়ায় ছলবলি খেলা
হিসেব মোহনায় ।