দেখছি অনেক বলার সময় ‘কিন্তু’
তোতলা জিভে আধেক বুলি
হঠাৎ মেলায় হাওয়ায় ।
সতেরো হোক সত্তর
বয়স নামান্তর
অতৃপ্তির আত্মা আজ
শিশু-সুলভ ক্ষিদে ।
সিগারেটের আগুন ঠোঁটে নেই
গাঁজাখুরির গল্প হারায় খেই -
গজ ফিতে সাথী করে
আকাশ মাপতে চাই ।
প্রজাপতির রহন-সহন
ভয়ঙ্করের বস্তুবাদ -
মাঝ সাগরে কোদাল কোপে
জলকে করি ভাগ ।
অনেক আঙুল, বোতাম টিপে
সিংহাসনের গদি ;
আগুন জ্বেলে ওড়াই ছাই
ঘনীভূত শ্বাস ।
পচা-গলা মাংসের স্তূপ
অন্ধকারের গলি -
বাতুলতা একদম নয়
চলছে খেলা হোলি ।
ঝোপে ঝাড়ে গর্জে ওঠা
সাঁঝের ঝিঁঝি পোকা ;
শ্রাবণধারার অশ্রু দিয়ে লেখা
অসম্ভবে নির্মম বাস্তব !
মন কাড়া ফুল সমারোহে
বসন্ত উৎসব ।
এবার তুমি সেলাই কাটো মুখের
ওগো আমার যুদ্ধ-সাথী সোনা .........
ভাসুক লেখা ডিজিটালে
শূন্য কিংবা এক ;
অতি চরম দেওয়াল লিখন
হ্যাঁ অথবা না ।