আছে তো সব ! আমার মধ্যে আমি
মুখ ফিরিয়ে থাকি কিছুক্ষণ
আমি জানি তুমি এমন কেউ ;
ছিটে ফোঁটা বর্ষার জল
পাহাড় উঁচু ঢেউ ।

ভালো লাগে এই দিনটা  
ভাষায় ভিন্ন গীত –

স্মৃতির দেবী - নিমোসাইন (Mnemosyne)  
বৃষ্টি রাতে মগ্ন জিয়ুস (Zeus)
ব্যাভিচারী প্রেম ;  
ধরাধামে শ্রাবণধারায় মিশে
ছন্দ, কাব্য নয় মিউসের (nine Muses) দেব ।

ঝঞ্ঝা-ক্ষুব্ধ রাত -
ইন্দ্ররাজের গুপ্ত কাম, অহল্যা সুন্দরী  
পরকীয়া প্রেম ......
শ্রাবণ মেঘে ঝিলিক চমক
পাথর অভিশাপ ।

ভালবাসা অপবাদে  
চিন্তা নিলম্বিত ।

দেয় যে গালি দাঁড়ের কাকাতুয়া ;
উড়িয়ে পায়রা ভ্রোমর খোঁজা
ছোট্ট চিরকূটে ...
মিনিবাসে মন ভেজে না,
আঁচল ভেজাই  
বিন্দু বারি কুক্ষিগত কাঠঠোক্‌রা পাখি  
অদ্ভূত বিদ্‌ঘুটে ।  

সদর ঘরে সোফার গদিটাও
চায় কিছুটা সময় ;
আসতে ফিরে নিজের মহিমায় ।  
কাল কী হবে ভাবব কেন,  
সিলেবাসের পাতা উল্টিয়ে সব ।  
ক্ষতি কিসে, ক্ষণিক স্পর্শে  
নিবিড় আলিঙ্গনে
শ্রাবণধারায়
বালুচরে মাতাল হলে ঢেউ ।

Note: - Mnemosyne, one of the titans, was recognized as the goddess of memory. She and Zeus had a small affair and gave birth to the nine Muses. The Muses were the deities of art, or rather, those who inspired art – music, poetry, stage, and dance, in particular.