সকালে, বিকেলে বা
অকালেও -
ঝরে পড়ে বিবর্ণ পাতা।
সরু নদী,
জীবন আঁকে ;
গভীরতা জটিল অঙ্ক -  
হাঁটা পথে পাড়ি
সব কিছু।
সাধ হয় ডুব দিতে
শুয়ে পড়ি –
সুড়সুড়ি
পিঠের চামড়ায়।
বর্ষা !
সবুজ পেয়ারা ;
ঘন পাতা জালে
আড়ালে আবডালে
আরো আছে দেরী ।
ধীর গতি
জল বয়ে যায়।
তবু , আমি আছি
থাকি –
জানি, তুমি
পার হবে নদী
একদিন।