ঠান্ডা জলে ভেজা শরীর এক লহমা,
তীব্র কাঁপন -
ঈষদুষ্ণ জড়ানো প্রেম
মন্দ না ।
চেনা ভুলে বেড়ায় ঘুরে
ভালবাসার অন্ধগলি -
মঙ্গলে বেবাক ছবি
পৃথিবীটাই চাঁদ ।
ঊষালগ্নে স্পন্দিত ভোর,
মেলায় গলা নিলাজ শালিখ ;
উষ্মা রোষে -
হিমবাহের পল্লবী গীত ।
অবসাদে বুড়ো চিলের ঝিম মারা সাঁঝ ;
প্রতিকৃতি শিল্প ছাঁচে
ব্যক্তিত্ব ফাঁদ ।
হেঁয়ালির ছিলিম টানে –
ব্যস্ত বিষে,
পেন্ডুলামের হুঁশের দোলা ;
ঠমক চালে লক্ষ্মী পেঁচা ।
আমড়া পাতার চক্রজালে
লাল আভায় লুকিয়ে ফেরে -
গোপন প্রেমের কড়মচা ।
মেঘ লহরে উচ্চগ্রামে
বজ্র-র্আঁটা কষ্টিপাথর
চিবুক ভাঁজে রেখার টান ;
মধ্যরাতে চুরি করা
ঝিঁঝি পোকার শব্দ মাদল
অহমিকার চকমকি নাম ।
ইচ্ছে তাজা শেকল বাঁধা
ঘোর বিবাগী বিলাসী মন ;
বিতর্কিত ছন্দ যাদু বেঘোর সকাল,
ক্লান্ত দুপুর ;
দাপাদাপি স্বাধীন-চেতা সমতালে হাবুডুবু
সাইবেরিয়ান হাস্কি পাপি -
শিক্ষা জবড়, যুক্তি পাকুড় ।
তবু আমার জীবন চেনা,
ভরাডুবি হয়নি এখন ।
মন্দ ভাল ।