দল বেঁধেছে উড়ে যেতে
কালো মেঘে বক
মিষ্টি শিষে দোয়েল তবু একা ।
তোমার জন্যে আছি,
তোমার জন্যে থাকি
বৃষ্টি ! তুমি অঝোর ধারায় নামো ।
সঙ্গী তোমায় পাবো -
ভালোবাসার গোপন আস্তিনায় ।
ওলোট পালোট মরচে ধরা পাতা
কবির শখের খাতা ;
খামচাখামচি বিদ্যুৎবাণ,
আঁধি-ঝড়ের ত্রাস
গণ্ডদেশে লুকিয়ে গড়ায়, কিছু মনের আশ ।
ঝোড়ো হাওয়ার দোলায় নেচে -
টাপুর টুপুর পাতায় পাতায় খেলা
অনেক গল্প, ছিল মেয়েবেলা ।
ডাকাতিয়ার দল, পাওনা-গণ্ডা হিসেব রাখলো সময় ;
কাঁচ সরিয়ে গণ্ডুষে জল শুধুই কানাকানি -
ভিজবো আজ অশ্রু-বৃষ্টি কণায় ।
শহর ছেড়ে গ্রাম
রুদ্ধদ্বারে ঘেরা ব্যালকনি ;
অঝোর ধারার ‘বৃষ্টি তুমি আমার’ -
মরচে ধরা পাতায় দেখি
স্বপ্নের ঝলকানি ।
(কবি সোমালির উৎ্সাহে অনুপ্রাণিত)