কাঁচা মাটির ময়লা রঙে বিকেল ;
ঠান্ডা কোকে
লম্বা কাঁচের গেলাস -
দুটো পাইপ - সন্নিহিত মুখ ;
রিবন ফিতেয় প্যাকেট বাঁধা
জয়নগরের মোয়া ।
নেকড়ে সেজে ঝোপের পাশে
গোপন অহংকারে
বিদেশিনীর কোমল আঙুল ছোঁয়া ।
পুড়ছে শরীর,
ঘন ঘন কেঁপে উঠছে বুক ;
রূপনারায়ণ ! মজে যাওয়া নদ -
বাদামী ঝাঁঝ স্বেদ-বিন্দু
নাচার নির্ঝরিনী ;
স্রোতের টানে ভাগাভাগি
রাংতা মোড়া চাঁদ ।
ল্যাদ্লেদে মাটির তালে
ভেস্তে গেল ভ্যাদ্ভেদে কথা -
কঞ্চি সহ কাঁচা বাঁশে
পুরাতনী ;
জরাজীর্ণ রাত ।