আলোর তরণী ধেয়ে বালুচরে
জ্বল-জ্বলে অভিমানী ঝিনুক ;
ফলে ফুলে পাতায় পাতায় -
দিশেহারা ঝিঁঝি পোকা রব ;
ইতিহাস খেয়া তরী, জটিল সরণী ।
বিদূরিত সহর্ষ বিমুগ্ধ রাত,
ছয় ঋতু, আপেলের বিষে ;
বাচালতা চলে নির্জনে,
ম্রিয়মান জমকালো ভানুমতি খেল ।
ধুতরোর ফলে ঘাঁটা সোনালি পেয়ালা
রঙে-রূপে ঘষাঘষি আকন্দ ফুল –
নিরুপম আঙিনায় আবোল তাবোল
ইতিহাস ভোলেনি - কেইন ও আবেল * ।
মাঠের সীমানা শেষে বিষণ্ণ দুপুর ;
ছেঁড়া-খোঁড়া মগজের জাল ।
জঞ্জালে জলাঞ্জলি পুঁজি -
ভবঘুরে হাওয়া বেসামাল ।
লাল আভা পূবাকাশ, এলোমেলো ঝড় ;
ঘোমটা আড়ালে মুখ দামাল কিশোরী ।
অকৃপণ জল ছোঁয় মাটি
ইতিহাস জটিল করালী ।
*কেইন ও আবেল - Cain & Able, two sons of Adam & Eve.