ম্যাড়-মেড়ে বালুচরে
সারিবাঁধা ঢেউ আনা-গোনা -
মনমরা পায়ে চলা বিকেল ।
শব্দের নির্মম সঙ্গতে
‘সিম’ এ রাখা আঁচে -
অবশ করল দেহ মন ;
সায় ছিল অনেক কথায় ।
সকালের পাখী গায় গান
কেউ একা,
দল বেঁধে সমস্বরে, কেউ তোলে তান -
খাঁচার টিয়েটা জানে একটাই বুলি !
একগাদা রাগ হয় জড় ;
রঙীন আবহ-তালে, ছকের দোলায়
কাটা-কুটি খেলা চলে সোনালি দুপুর ।
জল কে ভীষণ ভয়
তেড়ে আসে অজানা বিপদ ।
‘সিরেনা’তে রাত জেগে
মেপেছি তোমায় ;
ধার করা গল্পের ডায়েরী ।
স্বপ্নের ফ্লাই-ওভার কত দিন রাত !
জীবন মরণের বিঘৎ তফাৎ -
সুরা-সাকি হুল্লোড় সায়রী ।
সিরেনা (Sirena) - Oceania Cruises’ newest addition, Sirena, will embark on her highly anticipated Inaugural Voyage on April 27, 2016 from Barcelona.