দীপাকে চিনিস না তুই !
শুভাশীষ বলেছিল ;
ঘেঁটে যাওয়া দুরূহ পাঁচালি -
শ্বেতসার নীল নামাবলি ।
হাড়ভাঙ্গা খাটুনিতে
শুকিয়েছে, শরীরের কাঁপা মাপা ঘাম ;
নবমীর শেষ রাত, বিস্বাদ জিভে
বারোমাস ষড়রিপু ষোড়শোপচার -
চাপজালে খাবলায় সেই নাম ধাম ।
উদজান পরিমাণে দুই,
বায়ু এক, নিংড়ে আকাশ ;
রোজ ছিলি সাথে তুই পাশে -
আলোড়িত নাড়ী নাগপাশ ।
ঠিকানা, চাঁদের বাড়ী লেখা -
অবয়বে কত শত দীপা ।
বন কেটে রেলপথ, ঠাসাঠাসি ভীড়,
নিলাজ ভাস্কর হয়নি কৃপণ ;
শ্যামলিমা প্রকৃতির অযাচিত দান ।
জলাধার মালভূমি শৃঙ্গচূড়ায়,
অতিকায় হায়না, স্বপ্ন শানায় ;
নোঙরে ব্যস্ত কাপ্তান ।
কফি-শপে শুভাশীষ তুই !
দীপা ছিল রতি আরতি ।
ঝুঁকি ছিল, মোড়ে চত্বরে
তবু আমি, বাকি নিয়তি ।
বিঃদ্রঃ – (১) নববর্ষের প্রাক্কালে ফিরে দেখা আলেখ্য ।
(২) আসরের পরিবার সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ।