বেঁচে থাকা -
উত্তেজিত কর্কশ ডাক ভোর আলোয় কাক ;
ছন্নছাড়া অবাধ্য ঘুম পিটির পিটির চোখে,
তর্জনীতে চোখের পাতা ছুঁয়ে
তুলসীপাতা পায় নি আঙুল
বৈশাখী বিষ নেড়েছিল কড়া ।
অন্তহীনে বারে বারে
ফিরছে সময় নিজের নীড়ে
পলাশ রঙের স্বপ্ন মনে -
লাভ বার্ড বেড়ায় উড়ে
গাইছে বেভুল ছড়া ।
আশা –
বেঁধে আঁচল নিঝুম রাতের তারা ;
লাগামহীন জুলুম পথে ঘাটে -
বিবর্তনে কক্ষপথে খানিক নড়াচড়া ।
মধ্যবিত্ত –
দু লাখ পিঁপড়ে দু-সারিতে
দিনমণির আলোর অপেক্ষায় -
ওরা জানে চিনির ঠিকানা ;
গুটি পায়ে এক সারিতে
ফিরবে, দিনের শেষে
ঠোঁটের ফাঁকে আগলে নিয়ে রকমফেরের দানা ।
লেন-দেন -
অতল জলে মাছের মুখে ভরা শ্যাওলা-উকুন,
পরঘরী পান্তামারী (১) অসোয়াস্তির ব্রণ ;
প্রবাল-বাসী Cleaner মাছের মাসকাবারী চুক্তি -
সাঁতরে ঢোকে সেই মাছের মুখে ।
ফ্যাশন সাজে সলাজ যুবতি,
ঢাকছে তার নমনীয় জানু -
যেমনভাবে ভালবাসার আদর
ভরিয়েছিল ঐ যুবতীর মা,
তার প্রেমিক বাবার কাছে ।
লোভে পাপ -
বিরাগভাজন কিলিবিলি জাপান তীরে ঢেঊ,
পশ্চিমের আবোল-তাবোল বাতাস -
লাভার আগুন চকিত চমক
বসন্তের ঘোমটা টানা মুখ ;
উচ্চচাপে এলোমেলো সোনার অলংকার ।
(১) পরঘরী পান্তামারী - যাহার নিজের কোন আশ্রয় ও অন্নের সংস্থান নাই ।