কপাল কপোল চোখা চিবুক
চিকচিকে ঘামের ফোঁটায়,
খরখরে ঠাসা বালির কণা ;
টগবগে ফাগের পোড়া পলাশ -
পাহাড় থেকে গড়িয়ে পড়ি আমি ।
বলেছি কি ! এই দরজায় ফলকে নাম লেখা ;
বলেছি কি ! এক আঙুলের একটুখানি টোকা ।
লুকিয়ে ফেরে সত্যি কথা কলির গলিতে,
জোনাক আলোয় কুজ্ঝ্বটিকা আঁধার -
কাকের বাসায় কোকিল পাড়ল ডিম,
সাদা গোল বেগুন বোঁটায় কাঁটা ;
ঘিরে ছিল সবুজ রোদে গোলাপী চুম্বন ।
বলেছি কি ! এই শহরে যাযাবর আমি ;
বলেছি কি ! বন্ধ সদর নীরব ছিটকিনি ।
গরম কাপে চায়ে চুমুক
হাপর কাঁপা আওয়াজ ;
ডায়েরির কাটা কটা পাতা
সঙ্গমে মাখামাখি যন্ত্র-যান্ত্রিক -
পাগল ছেলের সযত্নে ভাঁজ ।
বলেছি কি ! সাঁতার কেটে এস্পার ওস্পার ;
বলেছি কি ! অন্য যুগের গোপন ঠিকানা ।
অনুগামী কবিতার
দম্ভ ভরা হরফ -
তালপাতার গ্রন্থি-বন্ধনে,
খেলছে লুকোচুরি ;
মুচকি হেসে আলো-আঁধারি শশী ।
শুনব বলে
বালিশ কানে তারার সাথে আমি ;
ছাদ আলিসায় হাত বাড়িয়ে
দুলিয়ে দোলের চিঠি ।