প্রশস্ত বটের ছায়া
দোলের নেশায়,
চলমান বটের ঝুড়ি ;
হিম-বাহ শিরা উপশিরা -
লোভী যুবা ভেজা বালুর চর,
ঘন ঘন ঘষে নেওয়া নরম হাতের তালু ;
বর্জ কঠিন মন ।
গভীর চাপে তাপে -
রঙ বদলায়, ভেঙ্গে পড়া তারা
পাশ কাটিয়ে চাঁদের আলো, ভিন্ন কুটিরে।
কাঁপিয়ে ডানা নাচের তালে
পিয়ার খোঁজে ঠোঁটে মৃদু শিষ ;
বিন্দু-নজর শৃঙ্গচূড়া
উপজাতি বক চলেছে উড়ে ।
দেবদূতের আতর ঝাঁঝে,
সন্ধ্যা-মাদল বাজে ।
সাগর আকাশ পাহাড় বেয়ে
জলের ঘুর্ণি জাল -
কণায় কণায় চমৎকারের অশুদ্ধতার লবণ ;
ব্যস্ত জোনাক, তুলবে অনেক
নানান পোজের ‘শট্’ ।
সাদা কালোয় ক্যানভাসে ছবি,
কাঁচা চামড়ার তেল রঙে শিল্পীর কল্পনা ;
আগুন তাপে, ফোটে জল
লাফায় পুঁটি, কৈ ;
ভালবাসার প্রহর গোনে
মন্দ মিঠে জুঁই ।
কাঁথার ফোঁড়ে, লাফিয়ে ঘর
ছূঁচ ফুটিয়ে হাওয়া নটরাজ -
জলে ভেজা এঁটেল মাটি শরীর ।
চেপে রাখা ঘড়ির কাঁটায়
ফিরতে হবে রোজ ।
অশ্বারোহীর জীবন নিয়ে বাজী ।
রাস্তা ঘিরে চরৈবতি পাগল কুকুর ছানা -
রঙ মিলন্তি খেলা ।