নীলাকাশে শান্তবায়ে, ভোমর গুঞ্জন ;
ছিন্নভিন্ন বেরসিক সূক্ষ্ম তন্তু বাঁধন ।
ফিন্কি চাঁদের আলোয়,
সজনে পাতার গভীর রাতের অসুখ -
মন খারাপের মাকড়সা জাল, স্বপন ।
কালের ক্ষেতে কুঞ্চিত কালো কেশ,
মত্ত নাবিক, আট প্যাকেটের আটপৌরে তাস -
হরিণমনা কাব্য খুঁজে দ্বন্দ্ব অর্হনিশ ।
কস্মেটিক্স (cosmetics) ডানা সমেত
ডাঙায় বাসা, ডোডো (১),
অশালীন আচরণে বদলায় পরিবেশ -
মুছে গিয়ে জানায় কুর্ণিশ ।
আঙুর-গন্ধা মাতোয়ারা, স্বপ্ন-স্থবির শরীর
প্রায় দিনে আরশোলার শুঁড়ের সুরসুরি ;
তীব্র ঝাঁঝে, নেশায় ভেজে তোমার রোমকূপ ।
লতা-গুল্ম আচ্ছাদিত মাপা পথের ধারে
ছোট লাফে শালিক ।
খুঁটে তোলা লতাপাতা ঠোঁটে -
চোখে তখন নিশানদিহি ঝলক
নাম না জানা মেয়ে ।
যুদ্ধ জয়ী সালামী (২) সৈনিক -
দৌড়েছিলাম, শস্য শেষের ক্ষেতে
পলাশ আগুন চমক ঢেকে ,
চকচকিয়ে হেসেছিলাম, সুপ্ত গুপ্ত কথায় ।
রাতের আঁধার শুরু থেকে শেষ
প্রজাপতির ছায়া ধরতে চেয়ে ;
ঐ সময়ে তুমি আমার প্রিয়,
চেয়েছিলাম ভালবেসে অধিকারের দাম ।
(১) Dodo bird (the extinct) was a welcome source of fresh meat for the sailors. Large numbers of dodo birds were killed for food.
(২) Battle of Salamis was a naval Greek battle