ছায়াপথের দরজা ভেঙে, গা-জোয়ারি রবির কিরণ -
বনবীথির আঁধার রাতের কথা ;
সাগরজলে শূন্যপথে বিস্তারিত ডানা ।
আনমনা সাগরপাখি, আ্যল-ব্যাট্-রস্ (Albatross)
ক্লান্ত জলের ধারা ।
মহাকাশের জটের বেড়ি, ‘এল নিনো’ ঝাপটা দাপট
কমলা রঙে মঙ্গলাকাশ -
পাঁজির পাতায় বৃহস্পতির দশা ;
একলা আমি জলপ্রপাত, ঝরা পাতার গান ;
উচ্ছিষ্ট ভাবনা তোমার গরমিল ভালবাসা ।
খুশির রঙে আভার ছটা পছন্দসই ত্বক
নিকষ কালো ঘন কোঁকরা চুল
কটা কিংবা কৃষ্ণবর্ণ বাঁকা চোখের মণি
সভ্য সমাজ চন্দ্রাবলী - ইতিহাসের পাতা
পর্ণোগ্রাফি ইন্দ্রধনুষ রোবোট-সঙ্গিনী
আসছে দিনের আশা ।
সতেজ গভীর ঘন টানে
দুগ্ধবতী গাভীর স্ফীত বাঁট,
উড়োয় ধুলো আন্দোলনে পেছন দুটি পা
অতল তলে বালুকণা
গলা সোনার তাপ ।
হতাশ কোকিল পাতা ঝরা ডালে
মিঠা সুরে বিষাক্ত স্বাদ – ‘কোমা’