অনেককিছু চেয়েছিল -
ভেজা সকাল লাজুক কচি পাতা;
রমনীয় চিরকুটে মধুব্রত ভাষা ।
পরিধানে হলুদ ‘কাশি’(রেশমি কাপড়),
সোহাগিনী বাঁশি -
বৈজয়ন্তি মালা গলে, সোনার কষ্টি-বাঁধন ;
ভিন্নমতি রাধার, শত গোপী সাথী,
রুক্মিনির জেদের ভালোবাসা ।
ধূসর ডানায় স্বপ্ন গোঁজা, উড়নচণ্ডী শকুন -
গরম বাতাস গন্ধ শুঁকে, গুটি পায়ে শুঁয়োপোকা ;
বিকাশ আবেশ ছায়ার খোঁজে
সন্ধ্যে রাতে অন্ধকার গাঢ় ।
চিত-পটের মাখামাখি সোহাগ ;
যে রাধা, সে রুক্মিনি
‘কৃষ্ণ নি বিগানে বারো’ । (কর্ণাটকী গীত - কৃষ্ণ, যেখানেই থাকো তাড়াতাড়ি এসো)
আঁধির আকাশ মহাকালের ঢাল,
নিম্নচাপে উল্টোপাতায়
কলকে ভাঙা ডালে -
মৃত্যুপরীর দাপট ঘুঙুর চাল ।
নিজের পাখায় ঢালছে নানান রঙ -
কবিতার শুঁয়োপোকা, লীলার প্রজাপতি ;
ফাগুন-আগুন খেলবে হোলি আজও
রুক্মিনি গৃহ-বধু, রাধাই শ্রীমতি ।