মিশ্ররাগে বিকচ গোলাপ, শুধুই তোমার প্রেম-হৃদয়
আবেগ আগুন পুড়তে জানে গোলাপ লালে সবুজ পাতায় ।
প্রেম-রতি ছলা-কলা রাজপথে শ্বাপদ কুল -
বিদ্ধ্বস্ত ফাগুন হাওয়া মানতে নারাজ অভেদ ভুল ।
রোদে মাখা খুরি চায়ে লাল-বেগুনি বৃত্ত সীমা ;
মাপের ফিতে বাঁধনছাড়া অনাহূতের দূর নীলিমা ।
জীর্ণ মেঘে শীর্ণ শীতে ‘ডেনিম ব্লু’ আবেশ ঝাঁঝ,
মন ভোমরা সরিয়ে ঘোমটা অগোছালো বুকের খাঁজ ।
কোনা-কুনি হাওয়ার তোড়ে দিক ভুলেছে হাওয়া মোরগ -
সন্ধানী চোখ জনস্রোতে ঝাউ বনেতে বীতশোক ।
ছোট বড় পাহাড় নদী ভবঘুরের বিলাসী ভাস (শকুন),
ঋতুমতী, কাঙাল দ্যুতি, নৃত্য-গীতে পাতিহাস ।
সুখ নিলয়ে ঝিল কিনারে খেলা চলে ভাব ও আড়ি -
উপচে পড়া নালার জলে রোষানলের শান্তি জারি ।
হিজিবিজি আখর খোঁজে সান্ধ্য-শিথিল পরাঙ্মুখ ;
তর্জনীতে গুছিয়ে তুলে ছন্দে-গন্ধে বিকল সুখ ।
নুয়ে পড়া বাঁশের ডগা, ছুঁই ছুঁই মন পুকুর জল ;
অবজ্ঞাতে কাঁসর ঘণ্টা দুপুর রাতে বাজে মাদল ।
চিত্রকরের তুলির ছোঁয়া চিবুক তিলে রূপের টান -
সঙ্গীহীনা ছাদের পায়রা অবোধ ঠোঁটে খুঁটছে ধান ।