মাঝ রাতে, কাঁচা হলুদ রমণ-কৃত চাঁদ ;
চার দেওয়ালের গন্ধ-গর্বে পর্দা ঘননীল -
জাত-ধর্ম বিচার ছাড়া পল্লবিত শাখা,
বালুতটে ফেনায়িত শুভ্র-কোমল স্রোত ।
কলতলায় মন্দগতি সার্ফ-সোহাগী জল,
নির্যাতনের শুদ্ধিমন্ত্রে রজসিক্ত কাপড় ;
ঝাউ বন, সুনামিতে টুকরো সোনা আভায় -
ঝিলিক লাগা অতি প্রিয় কাঁচের আসবাব ।
পলিমাটির আস্তরণে মন কেমনের পালা
অনাবৃত সারিগানে উদ্ধত সংঘাত ;
ভুল সিঁড়িতে, মিলে যাওয়া শঙ্খচিলের গান -
দোটানাতে নিষ্ঠুর-কাম ঠুনকো ভালবাসা ।
সিকি রোদে কচি কাঁঠাল -
শাড়ীর ভাঁজে, সাজানো যৌবন ;
চলতি পথে দেখা আলো
হয় সাদা নয় কালো ।
নরম তুলো-ঠাসা তোষক, মোটা সেলাইয়ের ফাঁক ;
চোখের আলোর রোশনাইয়ে লাট খাচ্ছে ঘুড়ি,
শব্দগুলো লুকোনো ছারপোকা ।
নিংড়িয়ে জল হালকা-পলকা মেঘে,
তাল কেটে উদাস -
আধ ফোটা গোলাপ বনে ভোমরার গুঞ্জন,
‘হেড’ মানে আমার জিত
‘টেলে” তুমি বোকা ।