গড়িয়ে বিকেল সন্ধ্যের হুড়োহুড়ি -
যন্ত্র-অংকে শূন্য থেকে নয়ের জারিজুরি ;
নামবে রাত আলাদা কিছু নয়
ছেলেবেলায় জুজুর ছিল ভয় ।
কাঁপা হাতে মনের জোরে
ফিরে এলাম বরং -
চিলের ডানায় শক্ত বাঁধন, আমি অসাধারণ ।
কোণাকুণি ইশারাতে চাপা ঠোঁটে মজাক,
জুলফি থেকে চিবুক ঝোলা চুল ;
সমাধানের পাক-চক্রে মধ্য রাতের গণিত
চোখের পলক ডুমুর পাতার খসখসে ভুল ।
আকাশ-জমিন চেনার কদর চুম্বনের ফাঁকে,
হাসনুহানা চিনতে পারা রজনীগন্ধার ডাকে।
কিরণমালার যেমন তেমন ভোর -
আইস-স্পাইস খেলার রসে চিরকালের চোর ।
ভালবাসার সবুজ অবুঝ রঙীন ফানুষ ঢং
তবু আমি ভীষণ সত্যি, আমি অসাধারণ ।
রাতের খাবার বরফ শীতল, জলো ;
গোঁয়ার গোবিন্দ মনের শুয়োর
ঘন শ্বাসে ওড়ায় শুকনো ধুলো ।
কাঠপিঁপড়ে, খুবলে তোলে মাটি
ঘুম ভাঙতেই রণং দেহি মেজাজ,
চিলতে কোঠায় পাঁচ-ফোরণের ঝাঁঝ ।
আবছা শীত কোকিল ডাকে উধাও
বাস্তব তাই এই কথাটাই বলে -
উইচিংড়ে ঘাস বনে নেই আজ ;
পাতন ক্রিয়ার শেষ উপাদান যূয়ম্ (বহুবচনে তুমি)
তবু আমি ভীষণ সত্যি, আমি অসাধারণ ।