হিসেবি চাল দাবার বোর্ডে
মাঝবয়েসী কয়েকজন -
কংক্রীটের বসার আসন,
মন্দির প্রাঙ্গণ ।
খিলখিলিয়ে খেলছে গোলাপ,
হকিকতে নিদয় বেহাল -
অকাজ বেকাজ আবির গুলাল ;
রেকাব সাথে পুজারতি
দাবী-সনদ মন ।
সটান, সতেজ নিষ্কলঙ্ক হাত -
শীতের হাওয়ায় বাঁধনহারা
শক্ত সবল পাত ।
শফরীর ফড়ফড়ানো শান্ত দীঘি সন্তরণে .........
প্রেমালাপে মেঘের সাথে
তপ্ত যুবা আঁচ -
লম্বা লোকটা নিত্য মোছে
বিশাল উঁচু, মনোহারী
গর্ব-জানলা কাঁচ ।
অস্থির মেঘ,
ব্যস্ত হাওয়ার টানে -
মেঘদূতেরা পুলকিত
শীত দুপুরের গানে ।
দুব্বা ঘাস বাড়-বাড়ন্ত অবাধ গোচারণে .........
জমিতে পা, নেহাৎ নিছক ভুল -
পরিতৃপ্ত হাঁটু চুমে
অনাহুত, অনাদৃত, পাগলা ঘাসের ফুল ।
নখের আঁচড় শব্দ গেল কানে, দর্পণে -
নিয়তির গোপন রসিকতা ;
হুইল চেয়ার লম্বা লোকটা, একা ।
বারে বারে ছুঁয়ে যাচ্ছে ঠোঁট, নির্ভুল ;
দুলে দুলে বেড়ে ওঠা,
ওঁচলামাটির ঘাসের ফুল ।
মরুভূমির চাঁদ ডোবে বালুর আস্তরণে .........