রোদ, বৃষ্টি, শীতে
রণক্লান্ত রথের চাকা, পূব থেকে পশ্চিমে ।
ধীর গতি সূর্য্য-ঘড়ি যান্ত্রিক সঙ্গীতে
চুপিসারে অজুহাতে ;
হাওয়ার সঙ্গে মিশে
আলাপ হল তখন ।
বর্ণবহুল বিজ্ঞাপনে উষ্ণ কাম -
রঙীন ঠুলি চোখে
বিরূপ অভিসার ।
পুড়লো রোদে আঁটোসাটো শরীর ;
ছায়ার সঙ্গে যুদ্ধ ছিল সেদিন ।
রবিবারের রেসের ঘোড়া আস্তাবলে -
আস্ফালনে মেতে ;
লেলিহানে লুপ্ত হল আবেগ ।
নটরাজের ছন্দে তালে
বালুতটে ফেনিল উচ্ছ্বাস -
হুল্লোড় মন
খেলল লুকোচুরি ;
উথাল পাথাল হাওয়া ছিল সেদিন ।
কমলা-পলাশ খোলা আকাশ
জাফরানি বসন্ত ;
সোঁদা-মাটির বেহুঁশ গন্ধে -
ঋতম্ভরা নারী ।
অস্তগামী বিবর্ণ দিন
নির্মোক সহচরী -
হাওয়ার গতি কম হয়েছে এখন ।