অধিকারে দরদী-মন হন্যে হয়ে খোঁজে মানে,
পথপ্রান্তে ঝরা পাতা মর্মরিয়ে আওয়াজ শানে ;
মানলে হয়তো ভালোবাসা নয়তো নয় ।
অমোঘ রীতি ভাগ্যলিপি বার্তা আনে জোয়ার ভাটার -
দিব্য জগৎ বদলায় রূপ আশীর্বাদের পরশ পাথর ;
অবাঞ্ছিতের বেঢপ স্বপ্ন ঘোর অন্যায় ।
তালসঙ্গত বিলাস ব্যসন সপ্তসুরের জলসাঘর,
ইচ্ছে-সুখের অধীরতা দখলদারীর ফাঁক বিস্তর ;
গন্ডি ছেড়ে সমাজপিতা দিচ্ছে সায় ।
মহাভারত, দ্রোণাচার্য্য, পুঁথির পাতা ভুল ইতিহাস -
তীরের ফলায় রাবণ বিঁধে, বোম ফাটিয়ে সুখ-উল্লাস ;
নেতা-মন্ত্রীর সহাস ছবি শান্তির জয় ।
শব্দমুখর বেফাঁস কথা কোলাহলের বার্তা আনে,
অপঘাতের ভয়ার্ত রব নিছক বাজে ছড়ের টানে ;
ঘরের পাপোষ দণ্ডদাতা অন্তরায় ।
শোনা কথার ছিলিম টেনে স্বপ্নপুরীর মানসছবি -
নানান কাজের আছিলাতে বিদেশ বিভূঁই বিসংবাদী ;
ঝলকানিতে শিল্প-জোয়ার ভাসলেই হয় ।
আত্মগোপন লালন পালন সূর্য্যমুখির হলুদ সোনা,
পাঁচ মাসেই অবুঝ সবুজ অন্তরে হয় কালো দানা ;
পিপে-ভরা তেলের যোগান এই অবেলায় ।
ক্লাব, পুজো, উৎসবে মাৎ আম-জনতা চন্দ্রশালা,
বুদ্ধিমানের আকাশ পিদিম অবহেলার বরণডালা ;
কাজলরেখায় চোখের কালি ঢাকতে হয় ।
সজাগ সুলুক ধুক ধুকে দিল মোমিন বার্তা সঙ্গোপনে,
দৃষ্টি নিথর শতভিষা নীরব জাহির নির্বাসনে ;
ধার করা গান নিজের বলে গাইতে হয় ।
খৈনি টেপা মোড়ের পুলিশ পথিক পায় পথের দিশা,
মন্ত্রী বলে বিদ্যালয়ে মাস মাইনে মাস্টার পোষা ;
অবলীলায় ডুব দি্যে জল মাপতে হয় ।
দূরের বাউল ট্রেন কামরায় খোলা মনে ধরেছে গান -
হঠাৎ নিনাদ যাত্রী কটা হাততালি দে আছে বিধান ;
লুটের প্রসাদ হুড়মুড়িয়ে কুড়োতে হয়।