{এপার বাংলার পূঃ মেদিনীপুর জেলায় হলদি নদী কেন্দ্রিক হলদিয়ার শিল্প-বান্ধব পরিবেশ ও পার্শ্ববর্তী এলাকার (যেমন নন্দীগ্রাম, নয়াচর ইত্যাদি) ক্রমবর্ধমান উন্নতির জোয়ার কয়েকটা রাজ্যপাট লোভী অস্থির মস্তিষ্কের খাম-খেয়ালিপনায় স্তিমিত হওয়া হলদি নদীর জলধারার আংশিক ছবি ; লেখকের অনুভূতির এক সংক্ষিপ্ত রূপ ।}
রোদ্দুরে পিঠ সাদা বক -
নোনা মাটির আস্তরণে,
লম্বা নখে দাগ কেটে যায় ।
বোধোদয়ে দিনের শুরু,
সহজ মনের তাজা সকাল ;
আর্জি অনেক, ফিরিস্তি নয় ।
গরমিলের শব্দ যানে,
এপার ওপার নিত্যদিনে -
মিলের অঙ্ক অবাধ্যতায় জটিলতা ।
সকাল দশটা মাঝ বয়সে -
জোয়ার ভাটার ছন্দ দোলায় ;
জ্বল-জ্বলে চোখ পলিমাটির সজীবতা ।
বেঁকা-চোরা শরীর ঢাকা
কালার-প্লাসের পরিধানে,
ব্যক্তিত্বের তুঙ্গে নদী ।
আঁস্তাকুড়ের অন্যায় ভিড় -
উপশিরার খালে বিলে,
রাত্রিশেষে ভিন্ন মতি ।
ভেদাভেদের সঙ্গমে স্নান,
অবরোধের পাঁচিল ভেঙে ;
মাছরাঙ্গাদের অবাধ জুলুম ।
গোস্পদের বাঁধা জলে -
রামধনুর ঝিকিমিকি ;
হলদি নদীর আকাশ-কুসুম ।
উজানেতে বাঁধন ছেঁড়া
নন্দীগ্রামের উদাস দুপুর ;
ঝুলনদোলায় উড়ল মেধা ।
শেষ ফলনের শক্ত পলি -
হলদি নদির শিথিল ভাটা,
নরম মাটির চাহিদাতে ফের শতধা ।