ছিটে ফোঁটা আবির ছোঁয়া , মরচে ধরা পূবের আকাশ ;
বদলাবে রঙ প্রতীক্ষাতে -
অসাবধানে এ ঘোর নেশা , খোঁজে পাতা ভোরের হাওয়া ;
স্বপ্ন দেখায় রোজ প্রভাতে ।
মরশুমি ফুল গন্ধে মাতাল , নিঝুম পথে আকুল পলাশ :
পড়বে মনে ঠিক দুপুরে -
প্রলোভনের উদাম বায়ু লাগায় কাঁপন দিনের শেষে ,
দলছুট ওই পাখীর ঝাঁকে ।
হরবোলার আজব বুলি , সপ্ত সাগর ঢেউয়ে কেলি ;
ছলা কলা সাঁঝ সকালে -
বেসুরো তাল ছন্দপতন , গানটা তারা গাইছে এখন ;
মদ মত্ত নাচের তালে ।
রূপান্তরের নামাবলি , ধুন্ধুমারের রাত - খেয়ালী ;
দীন পীড়িতের সোনা মাটি ;
সদ্য জাত মানব শিশু , মৃদু মন্দ বাতায়নে ;
দামাল সুখের ওষ্ঠ দুটি ।
উজাড় করা প্রলেপ কিরণ বসুন্ধরার চরণ ধুয়ে
ভরল ডালা ঐ রোদটা -
পাখনা ভর অসীম শূন্য , অবিচারের পাপ পূণ্য
বেঁচে থাকার সাদামাটা ।
তপোবনের শান্ত আলো , প্রমাদ গোনে আবছা হরফ ;
কালিমাতে ধূসর কবি ।
তেপান্তরের ঘোড় -সওয়ার , অচেনা কোন রাজকুমার -
দার্শনিকের সরেস ছবি ।