ঝিলমিলি রোদ -
লতা পাতার ফাঁকে,
আশেপাশে অন্য যাদের লন ;
ভেদাভেদের লম্বা পাঁচিল আমার অহংকার ।
সময়-ফাঁদে খাঁচায় বন্দী -
কলাপাতায় নতুন টিয়া,
মরমীয়া হিয়া ;
সব কথা শেখা শেষে
লজ্জা কিসে ।
আজ বাদে কাল মা দুগ্গা,
আসছে বাড়ীর পাশে,
স্বাধীন আমি সুদূর নীলে ।
টিয়ার ঠোঁটে তোমার সনেট
রঙ হয়েছে ফিকে ;
আগমনির আরতি নাচ,
সঙ্গী চেয়েছিলাম ;
এলে তুমি রাতের বাউল হয়ে ।
মাঝে মাঝে রোদ বাঁচিয়ে
কটা সকাল -
বাজে ঘণ্টা পাড়ার মন্দিরে ।
কাঁপে বাতাস -
সুড়সুড়িতে, কড়া নাড়ে হাঁফানো শ্বাস ;
ঢাকঢোলে কাঁসর ঘণ্টা
শিথিল যখন হাওয়া শীতল
অনুকবিতা - কাকাতুয়া অর্নগল ।
পলেস্তারা অটুট বাঁধন
ভাঙছে যখন
মরুভূমির ঝড় ;
ঘোড়ার ক্ষুরের ধুলো ভরা আঁধির আকাশ -
অঞ্জলি ফুল হাতে নিয়ে চাই না দয়া ।
বর্জবাণে বৃষ্টি নামুক অহংকারে ;
বর্ষাশেষে কাকাতুয়া বলবে সনেট ।
বিভেদ ভুলে
ঝিলমিলি রোদ লতাপাতার ফাঁকে -
তোমার জিভ ভিজিয়ে যাবে আমার ঠোঁট ।