মন হয়ে যায় চাতক পাখী।
ভুলে যাওয়া দিনের খোঁজে ;
পেঁজা মেঘের খুচরো মেলা,
শরৎ কালের হাওয়ায় ভাসে ।
বর্ষামুখর দিনেই এরা -
বিন্দু বিন্দু জলকণা ;
মাটির তাপে ঊর্দ্ধমুখী -
ক্ষণিক মিলন, প্রহর গোনা ।
ব্যাপ্তি জীবন চরম গরম,
হয়তো বা হাড় কাঁপানো শীত ;
অজুহাতে কাটে সময়
স্বপ্ন শোনার, মিতালি গীত ।
দিশেহারা কোন্ অসহায় -
মিছেই খোঁজে আনন্দগান ;
অন্ধ-বধির-পাগল মানুষ
কলার ভেলায় ঐকতান ।