শ্লথ ভ্রমণে ছোট্ট শামুক, ছটফটিয়ে -  
জলের ধারে ঘন ঘাসে,
নরম তাজা ফুলের ঘ্রাণে,  
ফাঁক-ফোকরে শ্যাওলা জমা দেওয়াল ঘিরে
জটলা খাবার যাচ্ছে ভুলে ;  
উঁকি ঝুঁকি বর্ষা শেষে মিষ্টি রোদে -  
আত্মভোলা, ছোট্ট ছেলে করছে খেলা ।  

এক যন্ত্রে ভিন্ন তারে বাঁধা যে লয়,
বিশ্বজনীন প্রেম প্রকৃতি সুখের আলয় ।    
আকাশ বাতাস ছন্দে ভরে যার যে রকম -
কাছে আসার ইচ্ছে ভীষণ হোক পরিচয় ;
চলার তালে বেতাল মতি,
সর্বহারা, অলীক দর্প – অবক্ষয়  
অবাক চোখে, ঐ ছেলেটা পেয়েছে ভয় ।  

আদান-প্রদান সংযোজনে, ভুবন ভরা সংবেদন ;
উড়ে যাবে নেই তো পাখা,
না পারে সে উল্লম্ফন ;
বাড়ী কাঁধে বুকে হাঁটে
শঙ্খ-খোলস আবরণ ।  

চবুতরে ভারিক্কি চাল কবুতরের,
আলিঙ্গনে মিলনসুধা,  
রাত্রি-দিনে বক বকম -
ঋগ্বেদে সমাহিত খাদ্য-খাদক বিচরণ ।  

খেলাচ্ছলে দামাল ছেলে,
হাতের তালু বাড়িয়ে দেয় ;  
আস্তরণে যায় গুটিয়ে
ছোট্ট শামুক অসহায় ।      

শখের রাধা কেষ্ট খোঁজে, আবর্জনার আস্তাকুঁড়ে ;
ক্ষণস্থায়ী দুখের সাগর, সফেন স্রোতের মোহের ফেরে ।    
করুণরসে মোহন বাঁশি -
ভুল-ভুলাইয়া তেপান্তর ;
জমাট বাঁধা দগ্ধদেহ -
হোমের টিকা অবান্তর ।      


*ঋগ্বেদে সমাহিত খাদ্য-খাদক –The Purusha sukta, the seventh verse hints at -সমাজের শ্রেণীগত বিন্যাসে একে অপরের ওপর নির্ভরতা ।