ত্রস্ত পদের আনাগোনা,
দূর বাউলের একতারা সুর ;
ভাল লাগার শ্রান্ত সকাল
আতর ধারায় মিষ্টি মধুর ।
নীচু ঢালে হিমেল ধারা
হাওয়ায় ভাসে ঝিরঝিরে শীত ;
বন্দী হৃদয় উষ্ণ শ্বাসে,
মুক্ত কূজন অর্ঘ্য গীত ।
আকাশ মাটির মধু সোহাগ -
দিক-দিগন্ত মৃদু মাতাল ;
আদি অন্তে রূপ বসন্ত,
বিলিয়ে আকুল কাল মহাকাল ।
ঝরা পাতা হাওয়ার টানে -
রাস্তা কাটে সিরসিরে সুর ;
পায়ের ছন্দ খসখসানি,
বেঢপ চালে দৃষ্টি বিদূর ।
আষ্টেপিষ্ঠে অজ্ঞাত ভয় -
অস্মভবের সম্ভাবনায় ;
আওড়ে বুলি (মন্ত্র) নামতার সুর -
বিদগ্ধমন বিষণ্ণতায় ।
ঠুনকো জীবন ঠুমকি চালে,
নিবিড় সৃজন বদান্যতায় ;
নাগাল ছোঁয়া জ্ঞানের আলো,
তৃপ্ত সুমন মন বাগিচায় ।