শ্বেত শুভ্র কাশফুল রেণু আবরণে,
মধুমিতা শারদীয়া সুনীল আকাশ ।
অযাচিত ছন্ন-ছাড়া জীবনীয় সনে,
লবণাক্ত স্বাদে সাগর মৃদু আশ্বাস ।
ত্রিভুবন দ্বন্দ্ব ভুলে হিল্লোলে প্রাঞ্জল,
সুবাসিত দিবাকর তৃপ্তিসুধা ঊষা ।
উন্মীলিত বেলী, জবা, শেফালীর দল
সশব্দে আবর্ত্তিত ডায়েরির পাতা ।
সোপচার সংখ্যা ঘিরে অপদস্থ দীঘি,
আড়ক্ষেপা সন্ধিৎসু মদমত্ত যুবা ।
দ্রুত লয়ে উচ্ছ্বসিত গর্ভজাত প্রীতি
হেলে-দুলে নাথবতী মনীষিতা প্রভা ।
উজ্জীবিত প্রতীক্ষার বিপদভঞ্জন ক্লেশ,
সচকিত পূর্বরাগী ধূসরিত বেশ।