সাত সকালে সাতের চালায়,
পাগল অঢেল মৌসুমী স্রোৎ ;
অসঙ্গতির ঊর্দ্ধগতি,
বিদ্রোহী মন ভাঙে অবরোধ ।
ইতিহাসের পাতায় লিপি ;
শ্রদ্ধা সেলাম লাগিয়ে রঙ ।
সভ্যযুগের চমক মোড়ক –
বর্বরতার আদিম ঢঙ ।
মিথ্যে ফারাক তোমার আমার
লেজ মোড়া ঐ শীতের কুকুর ;
অভাব সৃষ্টির কারখানাতে –
পরমাত্মাও দিন-মজুর।
সৃষ্টি নেশা বেতাল বেহাগ,
অনুষ্টুপের ছন্দ খোঁজে ;
গোলোক দ্যুলোক ভ্রমণ শেষে
ইতিহাসে হারিয়ে গেছে ।
জীবন লেহন পোড়া ফাগুন –
সুখসম্পৎ অতিশায়ন ।
ডঙ্কার বোল আবোল তাবোল –
বিদ্রোহ আর অনুশাসন ।