অগোছালো শব্দবিহীন –
স্মৃতি বিসারিত বৃষ্টি সেদিন ;
আবেগ জড়ানো রিক্ত হৃদয়,
তপ্ত-বালুর উষ্ণ দানা -
চেয়েছিল ফুল হাসনুহানা ।
শান্ত, স্নিগ্ধ, সিক্ত-বদন -
মৃদু কম্পনে আনমনা মন ;
ক্যাকটাসের অতনু জঠর,
মরুদ্যানের আশীষ-সাগর -
করেছিল জয় অজানা ঠিকানা।
ভাবুক মন উদাসী ভীষণ, তীক্ষ্ণধার –
ছেঁড়া কাগজে লোপাট হিসেব, দেনা-পাওনার ।
আকাঙ্খার সজীবতায় মেনে পরাজয় ;
হুজুগ মনের অমৃত ঘ্রানে প্রাণ বিনিময় ।
ক্ষণকালের স্থবিরতায় গতিময় যান –
ভোরের আলোয় মেতেছিল মদিরা পানে ।
অমোঘ নিয়মে জীবন-তৃষা
বিপথগামী কিয়ৎ ক্ষণেক;
ঝঞ্ঝাক্ষুব্ধ মায়াবর্তে –
ঘোর চঞ্চল দেমাকী বিবেক ।
প্রখর তাপে দরুদ প্রাণ –
উঁকিঝুঁকি প্রেম, প্রণয় তান ;
দেশ কাল ভেদ যোজন পার –
দায় ভালবাসা তোমার আমার ।