ঘুন ধরা ঐ সদর দরজা, অস্থির এক অজানা ভয় ;
বেড়ায় খুঁজে বিকল্প পথ প্রশ্ন একটা কুঁড়ে কুঁড়ে খায় ।
কথার বাহার মিথ্যে হুজুগ, উচ্চাকাঙ্খা অকুতোভয় ;
অভাব পূরণ নকল গড়ন বক্ররেখা স্বচ্ছতায় ।
ভোরের আলো, রাতের আঁধার বোধশক্তি জীবনটায় ;
রোজনামচার জাদুছড়ি লোভী মনের ধৃষ্টতায় ।
গুণের কদর কপট চাদর মলিনতার অভিপ্রায় ;
ওজস্বিনী মায়াবিনী রাঙিয়েছে মায়াখেলায় ।
শংসাপত্র মানদণ্ড বিধান বিধির বিষণ্ণতায় ;
ভোগান্তি রোজ দূরের মানুষ মূল্যবোধের বাহুল্যতায় ।
সুরুচি নিবেশ বেশ পরিবেশ রূপের আধার চিন্ময় ;
হিল্লোলে দোল অভাগা কৃষ্টি ভাঙনের নেশা তন্ময় ।
অবুঝ জীবন গাঢ় বন্ধন মাতৃস্নেহে বোধোদয় ;
শিরা উপশিরা লোহিত শোণিত সরল গরল বিপর্যয় ।
জন্ম যদি বংশধারক নাম মাহাত্ম্য কী গরিমায় ;
খেসারতে মেটায় দাবী সাধারণের হীন পরিচয় ।
পাগল করা মায়াবী বাঁশী মিছেই রাধা দোটানায় ;
শ্যাম-কুল এক নিছক বাতুল ঠিক ঠিকানা সেই যমুনায় ।
মুক্ত জীবন আকাশ বাতাস সিক্ত স্পৃহা শালীনতায়
পাঁচ আইনের পেঁচা-পেঁচি অলীক বাঁধন স্বাধীনতায় ।