মুর্গি না ডিম, আগে কে?
তর্কে, শরীর হয় হিম ।
জানলার ‘নেট’ ভেদ করে,
চুপিসারে, ঠান্ডা ঝলক কাকভোরে -
ছুঁয়ে গেল আঢাকা শরীর ;
শূন্যে বিবর্ণ চাঁদ, একা ভাসে
পশ্চিম আকাশে ।
সবে জাগা কচি ঘাস তুলেছিল মাথা,
এক পায়ে লাফাচ্ছে শালিক,
কাঁচা ঘুম ভেঙেছিল সাপের শিষে ।
গরম চায়ের কাপ, এই চার দেওয়ালে
ধোঁয়া আর আমি ।
খুঁজলে, পাবে না কোন ছায়া ।
চারদিকে বাঁশ গাছ,
ভরা জলে ছোট ডোবা -
চারা পোনা, দেদার লাফায় ।
শুকনো আঁখের ক্ষেত
কাশবনে সাজছে যখন -
মাতোয়ারা হতে নেই দায় ।
তখনো ছিল না ছায়া, কাকভোরে ;
হাওয়ার সিঁড়িটা ধরে রাতজাগা বুলবুলি
এলো নেমে ‘নেট’ জানলায় ।
‘সেল্ফি’তে বুলবুলি চোখ,
লুকোচুরি খেলা ডালে -
কচি নিম পাতা ফাঁকে ;
তৃপ্তির পূর্ণ আকাশ ।