‘থ্যাঙ্ক গড্’ কাল রাতে
বৃষ্টি হয়নি একটুও ।
থই থই থই ডুবত জলে
সোপান দালান,
ছাদের দরজা যখন খোলা সারা রাতে ।
দোষারোপের নানান কাহন -
হিম্মৎ কার থামায় তখন
হুলুস্থুলু কান্ড ।
দম্ দমা দম্ কামারশালে
লোহার আওয়াজ ;
গড়ছে জিনিষ, যেমনটি চায় -
দুরু দুরু কেঁপে ওঠে,
দুর্বল বুক ।
বাজার মন্দা, বেচবে কোথায় ?
ডজন কয়েক পক্ককেশী
আঁক কষে যায়,
সারাজীবন ।
বাঁচার তাগিদ বেড়েই চলে
তোমার এবং আমারও ।
ছিঁচ্ কাঁদুনে দুধের শিশু
খায় না তো দুধ -
চেঁচায় অনেক ;
হিসেব চলে নষ্ট হল, কি পরিমাণ ।
স্বাধীনতা গলার স্বরে
সাধ্য কাহার
করবে যে রোধ ।
চেঁচিয়ে দাবী হচ্ছে আদায়
সেদিন এবং এদিনও ।
‘থ্যাঙ্ক গড্’ কাল রাতে
বৃষ্টি হয়নি একটুও ।
বিঃদ্রঃ – এই বৃষ্টি রোজ হচ্ছে, তাই ছোট একটা মিনতি – এই বৃষ্টি বন্ধ হোক। পাঠকদের মতামতের অপেক্ষায় থাকলাম।