আস্তাবলে রেসের ঘোড়া সুঠাম-চালক আস্ফালনে;
ছায়ার সঙ্গে যুদ্ধে মেতে,
বিশ্বজয়ের অভিলাষে,
পূব আকাশে রাম-ধনুকের 'প্রিজম' ছটার ফাল্গুনে ।
কাঁপিয়ে আকাশ বারিদ ঘন হাওয়া সারথী ;
জলের ধর্ম গড়িয়ে চলা,
সাত সমুদ্রে অবাধ মেলা,
আসু্রিকী দম্ভ ছিল সাক্ষী ভাস্বতী ।
অনাদায়ে হুল্লোড় জন কলুষিত প্রাণ ;
নটরাজের ছন্দে তালে,
বালুতটের মায়াজালে,
হ্রেষা ধ্বনি উদ্ধত ঢেউ অলীক যুযুধান ।
গুহা-গহ্বর-পাহাড়-জমি আজীব চরাচর ;
তিন গণের যুক্ত প্রেমে,
জীবকোষের বিবর্তনে,
বাইছে তরী তীর যেখানে সুদূর তেপান্তর ।
সমাহিত জীবনস্রোতে বিচিত্র বিস্মৃতি ;
ডানা ছাঁটা পক্ষীরাজ,
জটিল ভাঁজে ধর্মরাজ,
গভীর জলে শান্ত দোলায় কিম্ভূত সম্প্রীতি ।
মুক্তমাণিক গীত সাগরে খামাজ (ঠাটে) বিড়ম্বনা ;
উৎস মুখে বিভেদ, বিভাগ,
আলাপনে ছড়িয়ে দেমাক,
পঞ্চপ্রদীপ আলোকদীপ্ত বেহাগ(সুর) মূর্চ্ছনা ।
আকাশগঙ্গা মহাবিশ্বে গুপ্ত দুয়ার অনন্তঘুম ;
অজন্মার দীর্ঘ শিকড়,
অবিশ্বাসের লম্বা দৌড়,
পরকালের ইহজগৎ বাজিকরের আকাশকুসুম ।
*তিন গণ (দেব/নর/রাক্ষস)