চোরাস্রোত গুপ্তকাম , কালো মেঘ
ঢাকে দিবাকর ।
চিত্রকর খোঁজে রঙ পটে,
সম্পৃক্ত মনন উপহার ।
গঙ্গা-অম্বা-কুন্তি, গান্ধারী-দ্রৌপদী ;
শক্তিশালী নারী ঘিরে দুর্বল কামুক পুরুষ ;
বন্দী সব সুপ্ত বাসনা, জঠর গহ্বরে ।
পৌরুষে প্রলুব্ধ মন ,
সূত-পুত্র, কর্ণ, ছিল একা ;
পাঁচ-পুরুষের সঙ্গলোভ ছিল হাতছানি -
দ্রৌপদী অভিমানী ,
সহবাসে অন্য নারী ভীম, অর্জ্জুন ।
পুরুষের প্রলোভিত ফাঁদ,
চর্চিত নারীকুল কাব্য জুড়ে ;
যৌবন গরিমা-মধুর,
দ্বিধাহীন প্রমোদে সম্ভোগ -
বঞ্চিত কিবা হেতু দেহের চাহিদা ।
সাদা-কালো বিভাজন নিষ্টুর ইতিহাস ,
যুগে যুগে নর-নারী রিপুর ক্রীতদাস ।
অজ্ঞানে, অগোচরে, শ’য়ে শ’য়ে বছর গেছে কেটে
মেনে নিয়ে অতীত ও আজ ।
মহাবিশ্বে ‘ব্রহ্মা’র আলয় -
হিসেবের অঙ্ক শুধু কয়েকটা পল ।
চিত্রকর! রেখাপথ আঁকো,
তুলির উচ্ছ্বাস আবেগে ;
চেনা হোক নতুন পোশাকে
তমোগুণে সমারোহে, সাদা-কালো খেলা ।