ধূসর ছায়া দীর্ঘশ্বাসে,
দিল পাড়ি সাত সমুদ্দুর
শীতের শেষে ;
অম্ল-মধুর বিষাদ সকাল
রামধনুর লাজুক ছটায় -
দেয় ফিরিয়ে ।
কলস ভরা মিথ্যে আবেগ,
ভরা গাঙে, মায়াজালে
প্রেমের কথা ;
নিত্য নতুন কথার ছলে,
ভিন্ন স্বাদে মন বিনোদন -
জড়িয়ে লতা ।
ইমারতের ফাঁক-ফোকরে ,
সোজা পথের শেষ দিগন্ত ,
স্বপ্নে দেখা ;
প্রেমালাপের লবণ জলে ,
তীরের বন্ধু হাতছানি দেয়
কল্প-রেখা ।
সমারোহে আছে মেতে ,
কূজন সাথে কুহু রবে
সব বসন্ত ;
ছিনিমিনি চাঁদের আলো ,
জীবন জোয়ার অগোছালো
নয় প্রশান্ত ।
গল্প অনেক, কানে কানে -
শির্শিরে ঝিলিক হাওয়া
শেষ বেলাতে ;
আকুল প্রাণ, অল্প দূরে
গুপ্ত প্রেমের, সুপ্ত ব্যথা
সাগর সাথে ।