সবুজ আকাশ জাল পেতেছে, হলুদ বক বেড়ায় উড়ে
এক পশলার বৃষ্টি সেরে।
ছেঁড়া পর্দার বাতায়নে, চাঁদের আলোর উঁকিঝুকি -
সন্ধ্যে এলো, জ্বললো যখন পথের বাতি।
মনে পড়ে ডেকেছিলে সেই সন্ধ্যায়, তুমি আমায় ;
অকারণে এলো চুলে, উড়িয়ে আঁচল, ভিজে হাওয়ায়।
পেঁজা তুলোর মেঘ আকাশে ভাসছে কেমন ছন্নছাড়া;
গোধুলিতে সিদুঁরে মেঘ, ব্যাকুলতার লোভ দেখায়।
আগেই তুমি বলেছিলে, সবুর কর ;
কাকাতুয়া চায় শোনাতে, দেখেছে যা ।
গঙ্গাবুকে সুখের মাঝি পিয়ার খোঁজে ভাটিয়ালি -
পেলাম যেটা পাওয়ার ছিল, অবহেলার নয় সে তা ।
ঝোড়ো হাওয়া মজলিশে, রুদ্ধ দুয়ার তোমার প্রেম
আদর ফুঁয়ে নিবিয়ে দীপ, বলেছিলে, ধন্য হলেম ।
অবাক দেখি আমার ছায়া লম্বা হল, অন্ধকারে, এই ঘরে ;
তোমার কোমল গালের ছোঁয়া, আমার বুকে, অভিসারে - কি আবদারে !
বৃষ্টি তখন হুড়মুড়িয়ে পিটিয়ে ঢাক ;
গর্জিয়ে মেঘ যাচ্ছে বলে, এবার থাক ।
ত্রস্ত পায়ে ব্যস্ত সবাই ফিরতে বাড়ী -
ঘন আঁধার বটের ডালে ভেবে আকুল শুক ও সারি ।
স্বপ্ন ছিল, যদিও আছে তোমার হাতে হাত -
সবুজ আকাশ, হলুদ বক ভেজা রাতের চাঁদ ।